Header Ads

কোন বিষয়ে কোর্স সম্পন্ন করেছেন, এরপর আপনার পদক্ষেপ কি?

কোন বিষয়ে কোর্স সম্পন্ন করেছেন, এরপর আপনার পদক্ষেপ কি?

ekram
By ekram

এখানে মূলত ৩ ক্যাটাগরি নিয়ে আলোচনা করলাম। সবার জন্য কমন কিছু পরামর্শ:

আপনি যখন কোন কিছু বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেছেন নিজেকে স্কীল করার ব্যাপারে ১ধাপ এগিয়েছেন কিন্তু প্রফেশনাল কাজ মত স্কীলড হয়ে গেছেন, মনে করলে ভুল করবেন। তখন সাফল্যে কাছাকাছি চলে এসেছেন। কিন্তু এখনও প্রফেশনাললি কাজ করার জন্য প্রস্তুত হননি। তখনই যদি মাথাতে টাকা ইনকামের নেশাটা বেশি কাজ করে, যেটুকু কষ্ট করে শিখেছেন এবং যেটুকু অর্থ ব্যয় করছেন, সব অর্জনটাই অকেজো হয়ে যাওয়ার ভয় রয়েছে। মনে রাখতে হবে, আপনাকে যখন কেউ শিখাবো তখন দেখাতে পারবে কিভাবে রাধতে হয়, রান্না করার জন্য কি কি করতে হয়। এরপর আপনার ট্রেইনার আপনাকে রান্নাটাও করে দিবে, মুখে উঠিয়ে খাইয়েও দিবে, সেটি আশা করাটা নিতান্তই আনম্যাচেইউরড চিন্তাভাবনা। আপনাকে নিজেকেই রান্না করতে হবে, নিজেকেই খুজে বের করতে হবে, সেই রান্নাতে কি করলে আরও মজার রান্না হয়।
আমি সাধারণত আমার কাছ থেকে এসইও কোর্স সম্পন্ন করেন, তাদেরকে কোর্স শেষে নিজের বিভিন্ন প্রজেক্টে যুক্ত রাখার চেষ্টা করি। সেক্ষেত্রে কাজের ধরন অনুযায়ি অল্প কিছু পেমেন্ট করারও চেষ্টা রাখি। নতুন কোর্স সম্পন্নকারীদের সিক্রেট  ফেসবুক গ্রুপে যুক্ত রাখি, সেখানে নিয়মিত নতুন টিপস দেই, যাতে সবসময় শিখার ভিতর থাকে।
নতুন যে কোন ব্যাচে তাদেরকে নতুনভাবে ক্লাশ করে নতুন ভাবে আবার সব কিছু শিখারও সুযোগটা দেই। এ পদ্ধতিগুলো স্কীল হতে সাহায্য করবে অবশ্যই।  সবাই মনে রাখবেন যেহেতু এগুলো ক্যারিয়ার। সুতরাং আরও বেশি পরিশ্রম করুন, আরও বেশি সময় ধরে চেষ্টা করুন। তারপর আশা করতে পারেন, আপনার সফলতার ব্যাপারে।

সবশেষে সবার জন্য সতর্কতা:

আমাদের দেশে কিছু ব্যক্তিকে ফেসবুকে দেখা যায়, তাদের কাজগুলো হচ্ছে, কার কোন দিক দিয়ে ভুল রয়েছে সেগুলো খুজে বের করা এবং সেগুলো নিয়ে পোস্ট করে নিজেকে অনেক বড় শুভাকাংখী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। তারা কখনও শুভাকাংখী হতে পারেনা, তারা চায়না, নতুন কেউ কিছু শিখুক। তাদেরকে শুভাকাংখী মনে করলে তাদেরকে অনুরোধ করবেন, অন্যরা কি দোষ করেছে সেটি নিয়ে খুজে বের করে সময় নষ্ট করে, তার নিজের টিপসগুলো যাতে অন্যদের সাথে শেয়ার করে। তাহলে সবার উপকার হবে। এবং সবাই তুলনা করেও বুঝতে পারবে, কোন টিপসটা গ্রহণ করা উচিত। কমপক্ষে নতুন কিছু বিষয় অনলাইন মিডিয়াতে সবাই জানতে পারবেন।

No comments

Powered by Blogger.