Header Ads

তরুণরা পড়ালেখা এবং অন্যান্য কাজের পাশাপাশি অনলাইন থেকে এসইও এর কাজ করে আয় করুন। পোস্টটি ধৈর্য্য ধরে বিস্তারিত পড়ুন।

তরুণরা পড়ালেখা এবং অন্যান্য কাজের পাশাপাশি অনলাইন থেকে এসইও এর কাজ করে আয় করুন। পোস্টটি ধৈর্য্য ধরে বিস্তারিত পড়ুন।

সকল মুসলিম ভাইদের জানাই আমার সালাম- আসসালামু আলাইকুম এবং অমুসলিম ভাইদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই মহান আল্লাহ্‌র রহমতে ভাল আছেন । আমিও তাঁর দয়ায় আলহামদুলিল্লাহ্‌ বেশ ভাল আছি । আমাদের মধ্যেই অনেকেই আছি পড়াশুনা করছি এবং অনেকেই আবার কাজ করছি আবার এমন অনেকে আছি যারা বেকার বসে আছি । ইন্টারনেট নিয়ে কমবেশি সবাই ঘাটাঘাটি করি, অনেকে আবার অনলাইন থেকে আয়ের কথাও শুনেছি । কিন্তু কখনও চেষ্টা করি নি কিভাবে এটা সম্ভব । অনেকে হয়ত চেস্টাও করেছেন কিন্তু সফল হতে পারেন নি । অনেকে আবার দশ বিশ হাজার টাকা নষ্টও করে ফেলেছেন সহজেই আয়ের পথ খুজতে গিয়ে । (যেমন- Dolancer) আসলে এর মূল কারন হল আমরা না জেনেই একটা বেশি লাভের কথা শুনলেই সেখানে ছুটে যাই, ঠিক এই জন্যই বার বার ধরা খেতে হয় । তবে অনলাইনে আয় যে ভুয়া এমনটি কিন্তু মোটেও নয় । অনলাইনই আয়ের একমাত্র উৎস এমন লোকের সংখ্যা কিন্তু এদেশে অনেক ।

তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় তারা আসলে কি করে আয় করে?

হ্যাঁ, অনলাইনে আয়ের বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে সেরা এবং গ্যারান্টিড উপায় হল ফ্রীল্যান্সিং করা। ফ্রীল্যান্সিং হল স্বাধীন পেশা । এখানে আপনাকে কোন প্রকার ইনভেস্ট করতে হবে না এবং কাজ করার কোন বাধ্যবাধকতাও নেই । আপনি যে টুকু কাজ করবেন তার টাকা আপনি পেয়ে যাবেন । কিন্তু কাজ করতে হলে আপনাকে আগে অবশ্যই কাজ শিখতে হবে । আর নতুনদের জন্য সবচেয়ে সহজ যে কাজটি রয়েছে সেটি হল এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ । এটি শিখতে কম সময় লাগে, এর চাহিদাও ভাল এবং শুধুমাত্র এসইও এর কাজ দিয়েই আপনি প্রতি মাসে ১০-৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন । তবে, এতে কিন্তু আপনার এক পয়সাও ইনভেস্ট করতে হবে না।
ফ্রীল্যান্সিং কি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের পিডিএফ বই পড়তে পারেন এখানে ক্লিক করুন ।

কতদিন লাগবে এসইও শিখতে ঃ

আপনি যদি একেবারে নতুনও হন, তবুও আপনার এসইও শিখতে এক মাস লাগতে পারে । তবে বেশিরভাগ ক্ষেত্রেই এত দিন লাগে না। মানে আপনি যদি ১৫-২০ দিন ভালভাবে চেস্টা করেন তাহলেই ফুল এসইও এর কাজ শিখে ফেলতে পারবেন। এটা আসলেই সোজা এবং নতুনদের জন্য এক বিশেষ প্লাস পয়েন্ট ।

তাহলে কোথায় শিখবেন এসইও ??

এসইও এর কাজ শেখায় এমন অনেক কোম্পানি রয়েছে বাংলাদেশে। এদের অধিকাংশই এসইও এর কোর্স শেখাতে ১০-১৫ হাজার টাকা নিয়ে থাকে। ফলে নতুনদের জন্য এটি এক বিশাল বড় বাধা হয়ে দাড়ায় । আবার দৈনন্দিন কাজের পাশাপাশি এত সময় দিয়ে কাজ শেখাটাও সমস্যা হয়ে দাঁড়ায় ।
ঠিক এমনটি বিবেচনা করেই আইটি বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছে পূর্ণাঙ্গ রূপে এসইও এর কাজ শেখা এবং অনলাইনে আয়ের উপর সম্পূর্ণ বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি অত্যন্ত সহজ ভাষায় বিস্তারিত করে তৈরি করা হয়েছে । এটি দেখে একদম যারা নতুন তারাও এসইও এর কাজ শিখতে পারবেন এবং সাথে কাজ শেখার পর কিভাবে কাজ করে আয় করবেন সেই দিকগুলোও এখানে হাতে কলমে করে দেখানো হয়েছে । এই টিউটোরিয়াল দেখলে এসইও এর জন্য আপনার আলাদা করে কোন প্রকার প্রাতিষ্ঠানিক কোর্স করার প্রয়োজন হবে না। এই টিউটোরিয়াল দেখে আপনি ঘরে বসেই প্রফেশনাল মানের কাজ শিখতে পারবেন। টিউটোরিয়াল বের করার সাথে সাথেই তুমুল সাড়া এবং প্রশংসিত হয়েছে। ইউটিউব এ ফ্রী ভিডিও দেয়ার ১ মাসের মধ্যেই প্রায় ৪ হাজার+ ভিউ পেয়েছে।

টিউটোরিয়ালটি একজন ফ্রীল্যান্সার হিসেবে সম্পূর্ণ আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই তৈরি করা হয়েছে, তাই এটি বাস্তব সম্মত এবং নতুনদের জন্য বিশেষ সহায়ক গাইডলাইন।

বাংলাদেশে এই প্রথম একসাথে পূর্ণাঙ্গরূপে SEO শেখা এবং তার সাথে ফ্রীল্যান্সিং তথা অনলাইনে আয়ের উপর বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল!

free SEO bangla video tutorail

টিউটোরিয়াল এর বৈশিষ্ট্যঃ

১. সবগুলো ভিডিও বাংলা ভাষায়
২. SEO এর শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় জিনিস এর উপর বিস্তারিত ভিডিও লেসন
৩. প্রত্যেকটি কাজ হাতে কলমে করে দেখনো
৪. একদম নতুনরাও যাতে বুঝতে পারে এবং আয় করতে পারে তার জন্য বিশেষ ভাবে তৈরী
৫. SEO ভালভাবে শেখার পর প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল
৬. প্রয়োজনীয় সকল সফটওয়্যার এবং বাংলা পিডিএফ বই
৭. এসইও শেখা হয়ে গেলে অনলাইনে কিভাবে আয় করবেন এবং কোথা থেকে শুরু করবেন
৮. পূর্ণাঙ্গ ওডেস্ক টিউটোরিয়াল
৯. মোট ভিডিও লেসন এর সংখ্যা ১২০টি+
১০. প্রত্যেকটি লেসন অতি সহজ ভাষায় উপস্থাপিত
১১. ভিডিও গুলো বার বার দেখে প্রাকটিস করে যথাসম্ভব দক্ষতা অর্জন করতে পারবেন
১২. মান সম্মত প্রফেশনাল লেভেলের কোর্স ঘরে বসে অতি স্বল্প খরচে!
১৩. মাত্র একবার প্রাতিষ্ঠানিক লেকচার নয়, ভিডিও গুলো বার বার দেখে ভালভাবে নিজের প্রয়োজন মত প্র্যাকটিস করার মাধ্যমে দক্ষতা অর্জন করা সম্ভব।
১৪. সাথে ২৪/৭ সাপোর্ট এর ব্যাবস্থা রয়েছে আমাদের স্কাইপ এবং ফেসবুক গ্রুপ এর মাধ্যমে।
গ্রুপে যোগ দিতে এখানে ক্লিক করুন।
কাজ শিখে কিভাবে কাজ করে আয় করবেন তার বাংলা টিউটোরিয়ালও থাকছে এর সাথে। ফলে আপনার আর কোন সমস্যা থাকবে না। সব মিলেয়ে এটাকে বিভিন্ন প্রতিষ্ঠানের ফুল এসইও কোর্স এর সাথে তুলনা করতে পারেন।
Can u really learn seo with IT Bari SEO Bangla Tutorial

কি ভাবছেন? ভিডিও দেখে শিখতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দিহান? হওয়াটাই স্বাভাবিক! তাহলে চলুন দেখি-

ভিডিও টিউটোরিয়াল হচ্ছে একটি ডিজিটাল শিক্ষা মাধ্যম। এই ব্যাবস্থায় আপনি কম্পিউটারে ভিডিও প্লে করলে একই সাথে কথা শুনতে এবং কাজটি দেখতে পারবেন। ফলে আপনি ঘরে বসে প্রাতিষ্ঠানিক লেকচারের মত নয় এমনকি এর থেকে বেশি উপকৃত হবেন। কারন প্রাতিষ্ঠানিক লেকচার মাত্র একবার দিয়ে শেষ হয়ে যায়, আর আমাদের টিউটোরিয়াল গুলো আপনারা আপনাদের সুবিধামত বার বার দেখে প্র্যাক্টিস করতে পারবেন এবং এভাবে সর্বোচ্চ দক্ষতা অর্জন সম্ভব। বাইরের দেশ গুলোতে অনেক আগে থেকেই এই রকম টিউটোরিয়াল অত্যন্ত জনপ্রিয় শিখা ব্যবস্থায় রূপ নিয়েছে। লিন্ডা, টিউট+ ইত্যাদি বিভিন্ন কোম্পানি ইংরেজীতে তাদের টিউটোরিয়াল দিয়ে বছরের পর বছর ধরে শিক্ষা দিয়ে আসছে। কিন্তু বাংলা ভাষায় মান সম্মত তেমন একটা টিউটোরিয়াল না থাকার কারণে আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। মূলত এই জন্যই আমাদের এই বাংলা ভিডিও টিউটোরিয়াল গুলোর সৃষ্টি।
ডিভিডি দেখে সত্যিই শিখতে পারবেন কিনা সেটা যাচাই করতে সরাসরি আমাদের ডিভিডি থেকে নেয়া প্রথম ১৫ টি ভিডিও দেখুন একদম ফ্রীতে এবং যাচাই করুন টিউটোরিয়াল এর কোয়ালিটি! এখানে ক্লিক করুন।
(বিঃ দ্রঃ আপনার ইন্টারনেট কানেকশন স্লো হলে ইউটিউব এর আটো সেটিংস এর জন্য ভিডিও ঝাপসা হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ডিভিডি এর প্রতিটি ভিডিও ১০০% ক্লিয়ার এবং স্পস্ট। কাজেই ভিডিও দেখতে কোন সমস্যা হবে না। )
এছাড়াও ডিভিডি টি দেখে সত্যিই কেউ শিখতে পেরেছেন কিনা সেটি আমাদের ফেসবুক গ্রুপে ১৪০০০+ কমিউনিটিতে জিজ্ঞেস করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ এখানে।

ডিভিডি এর মুল্যঃ

Price- 500 Taka 400 taka only! (চারশ টাকা মাত্র!- পুরো ১০০ টাকা ছাড় !)

ডিভিডি সংগ্রহ করার পদ্ধতিঃ

“দেশের যে কোন প্রান্ত থেকে সর্বোচ্চ ১-৫ কর্মদিবসের মধ্যে কুরিয়ারে করে ডিভিডি সংগ্রহ করতে পারবেন। ডিভিডি হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন!”

ডিভিডি যেভাবে পাবেনঃ

(দেশ এবং দেশের বাইরে যে কোন স্থান থেকেই সংগ্রহ করতে পারবেন এই টিউটোরিয়াল ডিভিডি, ঢাকায় সরাসরি নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে কুরিয়ারে হোম ডেলিভারি পাবেন)!

ঢাকায় যেখানে ডিভিডি পাওয়া যাবে ঃ

আপনি চাইলে সমগ্র ঢাকায় হোম ডেলিভারি অর্থাৎ ডিভিডি ঘরে বসেই পেতে পারেন। ডিভিডি হাতে পাওয়ার পরে হাতে হাতে পেমেন্ট করতে পারবেন। অর্ডার করতে এখানে ক্লিক করুন। 
এছাড়াও আপনি চাইলে ঢাকার বিভিন্ন যায়গা থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেনঃ

মধ্যবাড্ডা থেকে সরাসরি ডিভিডি নিনঃ

সরাসরি হাতে হাতে ডিভিডি নিতে চাইলে আপনাকে ঢাকার মধ্য বাড্ডায় আসতে হবে। মধ্য বাড্ডা ওভার ব্রিজ এর নিচে নেমে, রাস্তার পশ্চিম পাশে দেখবেন বাড্ডা আলাতুন্নেছা স্কুল এন্ড কলেজের গলির মুখেই S.A. Complex নামে একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিং এর নিচ তলায় N.W. Computers নামের এই দোকান থেকে ডিভিডি টা হাতে হাতে নিতে পারবেন। সমস্যা হলে আমাকে জানাতে পারেন- আমি এখানে।
নিচে গুগল ম্যাপ এ দোকানের লোকেশন দেখুন-

 ঢাকায় অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার থেকে ডিভিডি নিনঃ

আপনি যদি ঢাকায় থাকেন তাহলে ঢাকার অন্যতম বৃহত্তম কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টার থেকেও আমাদের ডিভিডি গুলো সংগ্রহ করতে পারবেন।
ঢাকার এ্যলিফেন্ট রোড এ অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার এর তৃতীয় তলায় অবস্থিত “Solar Soft” নামের ৩১২ নং দোকান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ডিভিডি।
উপরে উল্লেখিত দোকানে গিয়ে আইটি বাড়ি এর ডিভিডি এর কথা বললেই হবে।
এখানে উল্লেখ্য, মঙ্গলবার এই মার্কেটটি বন্ধ থাকে।

ঢাকার বাইরে থেকেও সরাসরি ঘরে বসে ডিভিডি নিতে পারবেনঃ (ডিভিডি হাতে পেয়ে মুল্য পরিশোধ করুন)

রকমারি.কম এর মাধ্যমে হোম ডেলিভারি নিনঃ

Rokomari.com (রকমারি হচ্ছে দেশের সবচেয়ে বড় অনলাইনে বইয়ের দোকান) এর মাধ্যমে আপনারা সারা দেশের যে কোন প্রান্ত থেকেই এই ডিভিডি ঘরে বসে পেয়ে যাবেন। ডিভিডি হাতে পেয়ে মুল্য পরিশোধ করবেন। ডেলিভারি খরচ মাত্র ৩০ টাকা।
Rokomari.com থেকে ডিভিডি কিনতে সরাসরি ফোন দিন এই নম্বরে- 16297 (এটি রকমারি এর হটলাইন নম্বর, এই নম্বরের আগে বা পরে কোন অতিরিক্ত এক্সটেনশন যোগ না করে সরাসরি আপনার মোবাইল থেকে এই নম্বর এ ফোন দিন, প্রথমে একটি কম্পিউটার রিসিভ করবে এবং তার কিছুক্ষনের মধ্যেই একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি কল রিসিভ করবেন ) এবং তাকে বলুন আইটি বাড়ি আব্দুল কাদের ভাই এর SEO এর বাংলা টিউটোরিয়াল ডিভিডি নিতে চাই এবং আপনার ঠিকানা দিন। ব্যাস আপনার কাজ শেষ। ঘরে বসেই পেয়ে যাবেন টিউটোরিয়াল। ডিভিডি হাতে পেয়ে মুল্য পরিশোধ করুন। যে কোন পরিমাণ ডিভিডি বা বই কিনলেও কিন্তু ডেলিভারি খরচ মাত্র ৫০ টাকা। কাজে ডিভিডি এর সাথে আপনি অন্য বইও অর্ডার দিতে পারেন। (এই নম্বরটি রকমারি.কম এর নম্বর। কেবল ডিভিডি অর্ডার করতেই এই নম্বরে ফোন দিবেন। ডিভিডি সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে ফেসবুকে জানান।
রকমারিতে সরাসরি অনলাইনেও অর্ডার করতে পারবেন। রকমারিতে আমাদের সকল ডিভিডি দেখতে এখানে ক্লিক করুন।
রকমারি তে অর্ডার করতে কোন সমস্যা হলে আমাদের জানান- 01674900733

বাংলাদেশের বাইরে থেকে নিতে চাইলেঃ

বাংলাদেশের বাইরে থেকেও আপনি এটি নিতে পারবেন। উল্লেখ্য, ভারত, ইটালি, জাপান এবং যুক্তরাজ্যে অত্যন্ত কম খরচে পাঠানো সম্ভব। এর জন্য ই-মেইল করুন- kader6508@gmail.com

ডিভিডি এ কি কি টিউটোরিয়াল থাকছে তা সম্পর্কে বিস্তারিত জানুনঃ

টিউটোরিয়াল ট্রেইলার দেখুন ঃ
এই ডিভিডি এ কি কি ভিডিও টিউটোরিয়াল থাকছে তা সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন।

এই টিউটোরিয়াল এর একটি ভিডিও ডেমো দেখুন এখানে ঃ

এই রকম আরও ডেমো ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল দেখুন। এখানে ক্লিক করুন।
এছাড়াও ডিভিডি এর মান যাচাই করতে সিরিয়ালি আমাদের প্রথম ১৫ টি ভিডিও দেখুন একদম ফ্রীতে! এখানে ক্লিক করুন।
ভাল থাকবেন সবাই এই প্রত্যাশায় আজকের মত এখানেই শেষ করছি । আল্লাহ্‌ হাফিজ।
Share
The following two tabs change content below.

আব্দুল কাদের (এডমিন)

49 Responses to “চলুন ফ্রীল্যান্সিং করি- “অন্ধকারে না থেকে সঠিক ধারনা নেই, নিজেই নিজের ক্যারিয়ার গড়ি”- পর্ব-০১ (গোঁড়ার কথা)”

  1. m Nurul islam says:
    I am very happy to get your information.
  2. vai , freelancer.com thaka ki avaba taka tola jai . gala sai poddhoti ta aktu bola diban .
  3. aorko says:
    wow relay nice tutorial …….
  4. turzo.ahamed says:
    ete mase koto taka income korte parbo????????
    • এডমিন says:
      যত বেশি কাজ করতে পারবেন তত বেশি আয়। ১০-৪০ হাজার টাকা আয় করতে পারেন।
      • Nazmul Haque says:
        VIDEO গুলি দেখে দেখে আমি কাজ শিখতেছি আমার কাছে এই ভিডিও টিউটোরিয়ালটা খুবই ভাল মনে হচ্ছে। আমি মনে করি সামান্য ইচ্ছা নিয়ে শুরু করলে যে কেউ এই এস ই ও -এর কাজটি শিখতে পারবে। কারণ ভিডিও টিউটোরিয়ালটি অত্যান্ত সহজ, সুন্দর ও সুপরিকল্পিতভাবে তেরী করা হয়েছে। যদি কারো শেখার ইচ্ছা থাকে তাহলে যে কেউ নিশ্চিন্তে ভিডিও টিউটোরিয়ালটি কিনে কাজ শুরু করতে পারেন। আর কিছু বলছি না। বাকিটুকু আমি নিজে সফল হওয়ার পর। ভাল থাকবেন সবাই অনেক ভাল।
        ধন্যবাদ
        আবার দেখা হবে সফল হলে ইনশাআল্লাহ্।
        • s.m.rana says:
          thanks bro…upnr khota sona ami akta sahos pylm
          ভাই গুলিস্থানে কি ওনা দের কোন দোকান আছে বা আমি এই ডিক্স কিন্তে চাই ঐ দিকে কোথায় পাবো। একটু জানাবেন কেন না আমার বাসা অনেক দুরে আর আমি কাল একটা কাজে ঐ দিকে আসবো।
  5. ব্লগ বা সাইট থেকে কি কাজের মাধ্যমে আয় করা যায় তা দেখানো হয়েছে। আমি এটা সহ যত পোষ্ট দেখেছি সবগুলোতেই শুধুমাত্র কি কাজের মাধ্যমে করা যায় তাই বিবরণ দেয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন পোষ্টে পেলাম না, কাজটি কিভাবে করতে হবে, তার পদ্ধতি বা কাজ। তবু লেখাগুলো একটু হলেই নতুনদের জন্য উপকার হয় আর কি!
  6. banglamail says:
    আইটি বাড়ির টিউটোরিয়াল গুলু সত্যি অসাধারণ।
    • এডমিন says:
      ধন্যবাদ
      • banglamail says:
        আমাদের স্বল্প মূল্যে এতো ভালো টিউটোরিয়াল গুলু উপহার দেওয়ার জন্য আইটি বাড়িকে ও অনেক অনেক ধন্যবাদ
        • আব্দুল কাদের (এডমিন) says:
          আপনাকেও অনেক ধন্যবাদ।
  7. sir apnar ki kono english learn tutorial ase
  8. I am Bangladeshi,Now i am live in Qatar. How i can get this book Please send me details.
  9. Nayeem Morshed says:
    ami seo sikte cai so cd ba book kivabe pete pari.
  10. Humayun Kabir says:
    আসসালামু আলাইকুম, ভাই আমি আপনাদের ডিভিডিটা কিভাবে পাব ।
  11. M.A Ethen says:
    ame a khan a kaj korte chi,plz help me.amar vishon dorkar a kajtaR….PLZ HELP ME
  12. chandan says:
    savare ata ki vabe pabo…?
  13. http://it-bari.com/ কে অনেক ধন্যবাদ।
    এসইও ভিডিও টিউটোরিয়ালে আব্দুুল কাদের ভাইকে অনেক ধন্যবাদ। আপনার কথাগুলো খুব ভালো লেগেছে।
  14. Alami Parvej says:
    আসলেই আপনাদেন SEO টিউটোরিয়ালগুলো অসাধারণ! আমার কাছে খুবই ভালো লেগেছে,,!
  15. VAI AME NARAYANGONJ E LIVE KORE, AKANE KI CD PATE HOLE AME KOTHA THAKE PABO.
  16. অনেক ধন্যবাদ। নতুনরা ভালো ক্যারিয়ার গড়তে পারবেন।
  17. Mohammad Sobuj says:
    আমি আপনাদের কথাগুলো শুনে মুগ্ধ হয়েছি, কিন্তু আমি এগুলো শিখব। তাই আমি যদি আপনাদের ডিভিডি অর্ডার করি তাহলে কতদিনের মধ্যে আপনারা ডিভিডি পাঠাবেন, বলবেন-please!
  18. sazid says:
    টিউটোরিয়ালটা অনেক কাজের , এইটা আমাকে এস-ই-ও এর কিছু জিনিস শিখতে সাহায্য করেছে , আসলে খুবি ভালো ১ টা জিনিস :)এই টিউটোরিয়াল ফলো করে আমার সাইট এর আলেক্সা রাঙ্ক বাংলাদেশ এ এখন ২৩০০ :D আসলেই খুবি ভালো জিনিস । সবাইকেই পরামর্শ রইলো যে টিউটোরিয়াল টা কিনবেন :) এবং আব্দুর কাদের ভাই এর কাছে আরও অ্যাডভান্স লেভেল এর এস-ই-ও টিউটিরিয়াল চাই :)
    • আব্দুল কাদের (এডমিন) says:
      শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার সাইটের সাফল্যের কথা শুনে খুব ভাল লাগছে। ইচ্ছা আছে ইনশাআল্লাহ্‌ চেস্টা করব। সাথেই থাকবেন।
  19. Kazi Murad says:
    আপনাকে অনেক ধন্যবাদ share করার জন্য…
  20. mostofa jaman says:
    কেমন আছেন ভাই? আশা করি অনেক ভালো আছেন.আপনাদের সাইটটা অনেক ভালো আর এর মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষ অনেক কিছু জানতে পারছে.কিন্তু প্রত্যেক প্রতিষ্টানের এমন কিছু উদ্যোগ থাকা দরকার যাতে করে শুধু সামর্থ লোকেরাও বাদে যাদের সামার্থ নাই তারাও উপকারী হতে পারে. আপনারা অনেক আউটসোর্সিং এ অনেক অভিজ্ঞ,কিন্তু আপনাদের এই মেধা আজ কেন বিক্রির জন্য? আল্লাহ আপনাদের মেধা দিয়েছেন,আর এই মেধা এমনভাবে প্রতিফলিত করুন যা দ্বারা আপনার আমার দেশের প্রতিটি মানুষ তার ছোয়ায় আলোকিত হয়ে,দেশের এবং তার পরিবারের উন্নয়ন ঘটাতে পারে। আমি অবশ্যয়ই আপনাকে স্যালুট করি, এই জন্য যে, আপনার মত উদ্দােগি তরুন আমাদের চারপাশের লক্ষ লক্ষ বেকারের বেকারত্ত ঘুচাবে।
    • আব্দুল কাদের (এডমিন) says:
      ইচ্ছা আছে, কিন্তু সময় এবং আরও অনেক ধরনের প্রতিবন্ধকতার কারনে হয়ে উঠছে না, সব কিছুই গুছিয়ে ফেলছি, ইনশাআল্লাহ্‌ খুব শীঘ্রই এই ধরনের উদ্যোগ নিব।
  21. shanto kumer says:
    Dear Abdul Kader Viya,
    In a few days ago,I bought your SEO dvd from rokomari.com.I think & astonished to see the video lesson.This video is awesome & effective as me, as well as others.From this lesson,I have learnt many things of SEO.Thanks a lot such a great contribution to us.Please one request,I can’t make my website properly.So If you help me to create a unique website I would be grateful to you.Let me know,if have a free time.
    • আব্দুল কাদের (এডমিন) says:
      Thank you so much for your comment. Please make send me message on facebook for help.
  22. Kazi Murad says:
    আপনার প্রতিটি SEO টিউটরিযাল আমি দেখি
  23. bdvictory says:
    টিউটোরিয়াল গুলু দেখলাম খুব তথ্য বহুল
  24. Alok says:
    Ami jani j seo er kaj sikhte hole web design janata joruri.kothata koto tuku sotti?? r jodi sikhtei hoy tobe oi ongso ki it barir seo tutorial gulo te sikhano hoese?? naki oita sikhte abar web design er dvd kinte hobe??
    • আব্দুল কাদের (এডমিন) says:
      সম্পূর্ণ ওয়েব ডিজাইন জানা একেবারে জরূরি নয়, তবে কিছু বেসিক জানলেই হয়, সেটি আমরা ডিভিডি তেই দেখিয়েছি।
  25. Razob Ali says:
    Vi, Apnar video tutorial onek valo laglo. Sob miley awesome…
  26. orkohasan says:
    1st time i will see this vedio and i will hope it must work ins allah tnx it bari

Leave a Reply

CAPTCHA Image
Refresh Image
 *

লাইক করেছেন কি?

স্পন্সর বিজ্ঞাপন-

Recent Posts

No comments

Powered by Blogger.