Home
/
Unlabelled
/
তরুণরা পড়ালেখা এবং অন্যান্য কাজের পাশাপাশি অনলাইন থেকে এসইও এর কাজ করে আয় করুন। পোস্টটি ধৈর্য্য ধরে বিস্তারিত পড়ুন।
তরুণরা পড়ালেখা এবং অন্যান্য কাজের পাশাপাশি অনলাইন থেকে এসইও এর কাজ করে আয় করুন। পোস্টটি ধৈর্য্য ধরে বিস্তারিত পড়ুন।
তরুণরা পড়ালেখা এবং অন্যান্য কাজের পাশাপাশি অনলাইন থেকে এসইও এর কাজ করে আয় করুন। পোস্টটি ধৈর্য্য ধরে বিস্তারিত পড়ুন।
সকল মুসলিম ভাইদের জানাই আমার সালাম- আসসালামু আলাইকুম এবং অমুসলিম ভাইদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই মহান আল্লাহ্র রহমতে ভাল আছেন । আমিও তাঁর দয়ায় আলহামদুলিল্লাহ্ বেশ ভাল আছি । আমাদের মধ্যেই অনেকেই আছি পড়াশুনা করছি এবং অনেকেই আবার কাজ করছি আবার এমন অনেকে আছি যারা বেকার বসে আছি । ইন্টারনেট নিয়ে কমবেশি সবাই ঘাটাঘাটি করি, অনেকে আবার অনলাইন থেকে আয়ের কথাও শুনেছি । কিন্তু কখনও চেষ্টা করি নি কিভাবে এটা সম্ভব । অনেকে হয়ত চেস্টাও করেছেন কিন্তু সফল হতে পারেন নি । অনেকে আবার দশ বিশ হাজার টাকা নষ্টও করে ফেলেছেন সহজেই আয়ের পথ খুজতে গিয়ে । (যেমন- Dolancer) আসলে এর মূল কারন হল আমরা না জেনেই একটা বেশি লাভের কথা শুনলেই সেখানে ছুটে যাই, ঠিক এই জন্যই বার বার ধরা খেতে হয় । তবে অনলাইনে আয় যে ভুয়া এমনটি কিন্তু মোটেও নয় । অনলাইনই আয়ের একমাত্র উৎস এমন লোকের সংখ্যা কিন্তু এদেশে অনেক ।
তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় তারা আসলে কি করে আয় করে?
হ্যাঁ, অনলাইনে আয়ের বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে সেরা এবং গ্যারান্টিড উপায় হল ফ্রীল্যান্সিং করা। ফ্রীল্যান্সিং হল স্বাধীন পেশা । এখানে আপনাকে কোন প্রকার ইনভেস্ট করতে হবে না এবং কাজ করার কোন বাধ্যবাধকতাও নেই । আপনি যে টুকু কাজ করবেন তার টাকা আপনি পেয়ে যাবেন । কিন্তু কাজ করতে হলে আপনাকে আগে অবশ্যই কাজ শিখতে হবে । আর নতুনদের জন্য সবচেয়ে সহজ যে কাজটি রয়েছে সেটি হল এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ । এটি শিখতে কম সময় লাগে, এর চাহিদাও ভাল এবং শুধুমাত্র এসইও এর কাজ দিয়েই আপনি প্রতি মাসে ১০-৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন । তবে, এতে কিন্তু আপনার এক পয়সাও ইনভেস্ট করতে হবে না।
ফ্রীল্যান্সিং কি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের পিডিএফ বই পড়তে পারেন এখানে ক্লিক করুন ।
কতদিন লাগবে এসইও শিখতে ঃ
আপনি যদি একেবারে নতুনও হন, তবুও আপনার এসইও শিখতে এক মাস লাগতে পারে । তবে বেশিরভাগ ক্ষেত্রেই এত দিন লাগে না। মানে আপনি যদি ১৫-২০ দিন ভালভাবে চেস্টা করেন তাহলেই ফুল এসইও এর কাজ শিখে ফেলতে পারবেন। এটা আসলেই সোজা এবং নতুনদের জন্য এক বিশেষ প্লাস পয়েন্ট ।
তাহলে কোথায় শিখবেন এসইও ??
এসইও এর কাজ শেখায় এমন অনেক কোম্পানি রয়েছে বাংলাদেশে। এদের অধিকাংশই এসইও এর কোর্স শেখাতে ১০-১৫ হাজার টাকা নিয়ে থাকে। ফলে নতুনদের জন্য এটি এক বিশাল বড় বাধা হয়ে দাড়ায় । আবার দৈনন্দিন কাজের পাশাপাশি এত সময় দিয়ে কাজ শেখাটাও সমস্যা হয়ে দাঁড়ায় ।
ঠিক এমনটি বিবেচনা করেই আইটি বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছে পূর্ণাঙ্গ রূপে এসইও এর কাজ শেখা এবং অনলাইনে আয়ের উপর সম্পূর্ণ বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি অত্যন্ত সহজ ভাষায় বিস্তারিত করে তৈরি করা হয়েছে । এটি দেখে একদম যারা নতুন তারাও এসইও এর কাজ শিখতে পারবেন এবং সাথে কাজ শেখার পর কিভাবে কাজ করে আয় করবেন সেই দিকগুলোও এখানে হাতে কলমে করে দেখানো হয়েছে । এই টিউটোরিয়াল দেখলে এসইও এর জন্য আপনার আলাদা করে কোন প্রকার প্রাতিষ্ঠানিক কোর্স করার প্রয়োজন হবে না। এই টিউটোরিয়াল দেখে আপনি ঘরে বসেই প্রফেশনাল মানের কাজ শিখতে পারবেন। টিউটোরিয়াল বের করার সাথে সাথেই তুমুল সাড়া এবং প্রশংসিত হয়েছে। ইউটিউব এ ফ্রী ভিডিও দেয়ার ১ মাসের মধ্যেই প্রায় ৪ হাজার+ ভিউ পেয়েছে।
টিউটোরিয়ালটি একজন ফ্রীল্যান্সার হিসেবে সম্পূর্ণ আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই তৈরি করা হয়েছে, তাই এটি বাস্তব সম্মত এবং নতুনদের জন্য বিশেষ সহায়ক গাইডলাইন।
বাংলাদেশে এই প্রথম একসাথে পূর্ণাঙ্গরূপে SEO শেখা এবং তার সাথে ফ্রীল্যান্সিং তথা অনলাইনে আয়ের উপর বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল!

টিউটোরিয়াল এর বৈশিষ্ট্যঃ
১. সবগুলো ভিডিও বাংলা ভাষায়
২. SEO এর শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় জিনিস এর উপর বিস্তারিত ভিডিও লেসন
৩. প্রত্যেকটি কাজ হাতে কলমে করে দেখনো
৪. একদম নতুনরাও যাতে বুঝতে পারে এবং আয় করতে পারে তার জন্য বিশেষ ভাবে তৈরী
৫. SEO ভালভাবে শেখার পর প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল
৬. প্রয়োজনীয় সকল সফটওয়্যার এবং বাংলা পিডিএফ বই
৭. এসইও শেখা হয়ে গেলে অনলাইনে কিভাবে আয় করবেন এবং কোথা থেকে শুরু করবেন
৮. পূর্ণাঙ্গ ওডেস্ক টিউটোরিয়াল
৯. মোট ভিডিও লেসন এর সংখ্যা ১২০টি+
১০. প্রত্যেকটি লেসন অতি সহজ ভাষায় উপস্থাপিত
১১. ভিডিও গুলো বার বার দেখে প্রাকটিস করে যথাসম্ভব দক্ষতা অর্জন করতে পারবেন
১২. মান সম্মত প্রফেশনাল লেভেলের কোর্স ঘরে বসে অতি স্বল্প খরচে!
১৩. মাত্র একবার প্রাতিষ্ঠানিক লেকচার নয়, ভিডিও গুলো বার বার দেখে ভালভাবে নিজের প্রয়োজন মত প্র্যাকটিস করার মাধ্যমে দক্ষতা অর্জন করা সম্ভব।
১৪. সাথে ২৪/৭ সাপোর্ট এর ব্যাবস্থা রয়েছে আমাদের স্কাইপ এবং ফেসবুক গ্রুপ এর মাধ্যমে।
গ্রুপে যোগ দিতে এখানে ক্লিক করুন।
গ্রুপে যোগ দিতে এখানে ক্লিক করুন।
কাজ শিখে কিভাবে কাজ করে আয় করবেন তার বাংলা টিউটোরিয়ালও থাকছে এর সাথে। ফলে আপনার আর কোন সমস্যা থাকবে না। সব মিলেয়ে এটাকে বিভিন্ন প্রতিষ্ঠানের ফুল এসইও কোর্স এর সাথে তুলনা করতে পারেন।

কি ভাবছেন? ভিডিও দেখে শিখতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দিহান? হওয়াটাই স্বাভাবিক! তাহলে চলুন দেখি-
ভিডিও টিউটোরিয়াল হচ্ছে একটি ডিজিটাল শিক্ষা মাধ্যম। এই ব্যাবস্থায় আপনি কম্পিউটারে ভিডিও প্লে করলে একই সাথে কথা শুনতে এবং কাজটি দেখতে পারবেন। ফলে আপনি ঘরে বসে প্রাতিষ্ঠানিক লেকচারের মত নয় এমনকি এর থেকে বেশি উপকৃত হবেন। কারন প্রাতিষ্ঠানিক লেকচার মাত্র একবার দিয়ে শেষ হয়ে যায়, আর আমাদের টিউটোরিয়াল গুলো আপনারা আপনাদের সুবিধামত বার বার দেখে প্র্যাক্টিস করতে পারবেন এবং এভাবে সর্বোচ্চ দক্ষতা অর্জন সম্ভব। বাইরের দেশ গুলোতে অনেক আগে থেকেই এই রকম টিউটোরিয়াল অত্যন্ত জনপ্রিয় শিখা ব্যবস্থায় রূপ নিয়েছে। লিন্ডা, টিউট+ ইত্যাদি বিভিন্ন কোম্পানি ইংরেজীতে তাদের টিউটোরিয়াল দিয়ে বছরের পর বছর ধরে শিক্ষা দিয়ে আসছে। কিন্তু বাংলা ভাষায় মান সম্মত তেমন একটা টিউটোরিয়াল না থাকার কারণে আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। মূলত এই জন্যই আমাদের এই বাংলা ভিডিও টিউটোরিয়াল গুলোর সৃষ্টি।
ডিভিডি দেখে সত্যিই শিখতে পারবেন কিনা সেটা যাচাই করতে সরাসরি আমাদের ডিভিডি থেকে নেয়া প্রথম ১৫ টি ভিডিও দেখুন একদম ফ্রীতে এবং যাচাই করুন টিউটোরিয়াল এর কোয়ালিটি! এখানে ক্লিক করুন।
(বিঃ দ্রঃ আপনার ইন্টারনেট কানেকশন স্লো হলে ইউটিউব এর আটো সেটিংস এর জন্য ভিডিও ঝাপসা হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ডিভিডি এর প্রতিটি ভিডিও ১০০% ক্লিয়ার এবং স্পস্ট। কাজেই ভিডিও দেখতে কোন সমস্যা হবে না। )
এছাড়াও ডিভিডি টি দেখে সত্যিই কেউ শিখতে পেরেছেন কিনা সেটি আমাদের ফেসবুক গ্রুপে ১৪০০০+ কমিউনিটিতে জিজ্ঞেস করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ এখানে।
ডিভিডি এর মুল্যঃ
Price- 500 Taka 400 taka only! (চারশ টাকা মাত্র!- পুরো ১০০ টাকা ছাড় !)
ডিভিডি সংগ্রহ করার পদ্ধতিঃ
“দেশের যে কোন প্রান্ত থেকে সর্বোচ্চ ১-৫ কর্মদিবসের মধ্যে কুরিয়ারে করে ডিভিডি সংগ্রহ করতে পারবেন। ডিভিডি হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন!”
ডিভিডি যেভাবে পাবেনঃ
(দেশ এবং দেশের বাইরে যে কোন স্থান থেকেই সংগ্রহ করতে পারবেন এই টিউটোরিয়াল ডিভিডি, ঢাকায় সরাসরি নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে কুরিয়ারে হোম ডেলিভারি পাবেন)!
ঢাকায় যেখানে ডিভিডি পাওয়া যাবে ঃ
আপনি চাইলে সমগ্র ঢাকায় হোম ডেলিভারি অর্থাৎ ডিভিডি ঘরে বসেই পেতে পারেন। ডিভিডি হাতে পাওয়ার পরে হাতে হাতে পেমেন্ট করতে পারবেন। অর্ডার করতে এখানে ক্লিক করুন।
এছাড়াও আপনি চাইলে ঢাকার বিভিন্ন যায়গা থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেনঃ
মধ্যবাড্ডা থেকে সরাসরি ডিভিডি নিনঃ
সরাসরি হাতে হাতে ডিভিডি নিতে চাইলে আপনাকে ঢাকার মধ্য বাড্ডায় আসতে হবে। মধ্য বাড্ডা ওভার ব্রিজ এর নিচে নেমে, রাস্তার পশ্চিম পাশে দেখবেন বাড্ডা আলাতুন্নেছা স্কুল এন্ড কলেজের গলির মুখেই S.A. Complex নামে একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিং এর নিচ তলায় N.W. Computers নামের এই দোকান থেকে ডিভিডি টা হাতে হাতে নিতে পারবেন। সমস্যা হলে আমাকে জানাতে পারেন- আমি এখানে।
নিচে গুগল ম্যাপ এ দোকানের লোকেশন দেখুন-
ঢাকায় অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার থেকে ডিভিডি নিনঃ
আপনি যদি ঢাকায় থাকেন তাহলে ঢাকার অন্যতম বৃহত্তম কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টার থেকেও আমাদের ডিভিডি গুলো সংগ্রহ করতে পারবেন।
ঢাকার এ্যলিফেন্ট রোড এ অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার এর তৃতীয় তলায় অবস্থিত “Solar Soft” নামের ৩১২ নং দোকান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ডিভিডি।
ঢাকার এ্যলিফেন্ট রোড এ অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার এর তৃতীয় তলায় অবস্থিত “Solar Soft” নামের ৩১২ নং দোকান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ডিভিডি।
উপরে উল্লেখিত দোকানে গিয়ে আইটি বাড়ি এর ডিভিডি এর কথা বললেই হবে।
এখানে উল্লেখ্য, মঙ্গলবার এই মার্কেটটি বন্ধ থাকে।
ঢাকার বাইরে থেকেও সরাসরি ঘরে বসে ডিভিডি নিতে পারবেনঃ (ডিভিডি হাতে পেয়ে মুল্য পরিশোধ করুন)
রকমারি.কম এর মাধ্যমে হোম ডেলিভারি নিনঃ
Rokomari.com (রকমারি হচ্ছে দেশের সবচেয়ে বড় অনলাইনে বইয়ের দোকান) এর মাধ্যমে আপনারা সারা দেশের যে কোন প্রান্ত থেকেই এই ডিভিডি ঘরে বসে পেয়ে যাবেন। ডিভিডি হাতে পেয়ে মুল্য পরিশোধ করবেন। ডেলিভারি খরচ মাত্র ৩০ টাকা।
Rokomari.com থেকে ডিভিডি কিনতে সরাসরি ফোন দিন এই নম্বরে- 16297 (এটি রকমারি এর হটলাইন নম্বর, এই নম্বরের আগে বা পরে কোন অতিরিক্ত এক্সটেনশন যোগ না করে সরাসরি আপনার মোবাইল থেকে এই নম্বর এ ফোন দিন, প্রথমে একটি কম্পিউটার রিসিভ করবে এবং তার কিছুক্ষনের মধ্যেই একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি কল রিসিভ করবেন ) এবং তাকে বলুন আইটি বাড়ি আব্দুল কাদের ভাই এর SEO এর বাংলা টিউটোরিয়াল ডিভিডি নিতে চাই এবং আপনার ঠিকানা দিন। ব্যাস আপনার কাজ শেষ। ঘরে বসেই পেয়ে যাবেন টিউটোরিয়াল। ডিভিডি হাতে পেয়ে মুল্য পরিশোধ করুন। যে কোন পরিমাণ ডিভিডি বা বই কিনলেও কিন্তু ডেলিভারি খরচ মাত্র ৫০ টাকা। কাজে ডিভিডি এর সাথে আপনি অন্য বইও অর্ডার দিতে পারেন। (এই নম্বরটি রকমারি.কম এর নম্বর। কেবল ডিভিডি অর্ডার করতেই এই নম্বরে ফোন দিবেন। ডিভিডি সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে ফেসবুকে জানান।
রকমারিতে সরাসরি অনলাইনেও অর্ডার করতে পারবেন। রকমারিতে আমাদের সকল ডিভিডি দেখতে এখানে ক্লিক করুন।
রকমারি তে অর্ডার করতে কোন সমস্যা হলে আমাদের জানান- 01674900733
বাংলাদেশের বাইরে থেকে নিতে চাইলেঃ
বাংলাদেশের বাইরে থেকেও আপনি এটি নিতে পারবেন। উল্লেখ্য, ভারত, ইটালি, জাপান এবং যুক্তরাজ্যে অত্যন্ত কম খরচে পাঠানো সম্ভব। এর জন্য ই-মেইল করুন- kader6508@gmail.com
ডিভিডি এ কি কি টিউটোরিয়াল থাকছে তা সম্পর্কে বিস্তারিত জানুনঃ
টিউটোরিয়াল ট্রেইলার দেখুন ঃ
এই ডিভিডি এ কি কি ভিডিও টিউটোরিয়াল থাকছে তা সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন।
এই টিউটোরিয়াল এর একটি ভিডিও ডেমো দেখুন এখানে ঃ
এই রকম আরও ডেমো ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল দেখুন। এখানে ক্লিক করুন।
এছাড়াও ডিভিডি এর মান যাচাই করতে সিরিয়ালি আমাদের প্রথম ১৫ টি ভিডিও দেখুন একদম ফ্রীতে! এখানে ক্লিক করুন।
ভাল থাকবেন সবাই এই প্রত্যাশায় আজকের মত এখানেই শেষ করছি । আল্লাহ্ হাফিজ।
You May Also Like:
- চলুন ফ্রীল্যান্সিং করি- “অন্ধকারে না থেকে সঠিক ধারনা নেই, নিজেই নিজের ক্যারিয়ার গড়ি”- পর্ব-০৬ (গ্রাফিক্স ডিজাইন যেভাবে শিখবেন?)- মেগা টিউন!!
- চলুন ফ্রীল্যান্সিং করি- “অন্ধকারে না থেকে সঠিক ধারনা নেই, নিজেই নিজের ক্যারিয়ার গড়ি”- পর্ব-০৫ (কি কাজ শিখবেন, কিভাবে শিখবেন?- ওয়েব ডেভেলপমেন্ট যেভাবে শিখবেন)
- চলুন ফ্রীল্যান্সিং করি- “অন্ধকারে না থেকে সঠিক ধারনা নেই, নিজেই নিজের ক্যারিয়ার গড়ি”- পর্ব-০৩ (ফ্রীল্যান্সিং- বিভিন্ন কাজ সম্পর্কে ধারনা- কোন কাজের জন্য কি লাগবে)
- চলুন ফ্রীল্যান্সিং করি- “অন্ধকারে না থেকে সঠিক ধারনা নেই, নিজেই নিজের ক্যারিয়ার গড়ি”- পর্ব-০২ (ফ্রীল্যান্সিং এবং অন্যান্য কাজ)
- চলুন ফ্রীল্যান্সিং করি- “অন্ধকারে না থেকে সঠিক ধারনা নেই, নিজেই নিজের ক্যারিয়ার গড়ি”- পর্ব-০১ (গোঁড়ার কথা)
49 Responses to “চলুন ফ্রীল্যান্সিং করি- “অন্ধকারে না থেকে সঠিক ধারনা নেই, নিজেই নিজের ক্যারিয়ার গড়ি”- পর্ব-০১ (গোঁড়ার কথা)”
Leave a Reply
লাইক করেছেন কি?
Recent Posts
- এসইও সম্পর্কে নতুনদের হরহামেশাই করে থাকা কিছু অতি কমন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর! আপনিও যদি এসইও শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এটা দেখতেই হবে!
- ফ্রী ডোমেইন এবং হোস্টিং দিয়ে ওয়েবসাইট তৈরি করা শিখুন। ভিডিও চেইন টিউন – থাকছে ওয়েব ডিজাইন শেখার উপর বিশেষ গাইডলাইন [পর্ব-৯- শেষ পর্ব]
- সম্পূর্ণ ফ্রীতেই তৈরি করে নিন আপনার জীবনের প্রথম ওয়েবসাইট! ওয়েব ডিজাইনে আগ্রহীদের পথচলা শুরু হোক আজ থেকেই। ভিডিও চেইন টিউন [পর্ব-৮]
- সম্পূর্ণ ফ্রীতেই তৈরি করে নিন আপনার জীবনের প্রথম ওয়েবসাইট! ওয়েব ডিজাইনে আগ্রহীদের পথচলা শুরু হোক আজ থেকেই। ভিডিও চেইন টিউন [পর্ব-৭]
- সম্পূর্ণ ফ্রীতেই তৈরি করে নিন আপনার জীবনের প্রথম ওয়েবসাইট! ওয়েব ডিজাইনে আগ্রহীদের পথচলা শুরু হোক আজ থেকেই। ভিডিও চেইন টিউন [পর্ব-৬]
Recent Comments
- আব্দুল কাদের (এডমিন) on চলুন ফ্রীল্যান্সিং করি- “অন্ধকারে না থেকে সঠিক ধারনা নেই, নিজেই নিজের ক্যারিয়ার গড়ি”- পর্ব-০১ (গোঁড়ার কথা)
- আব্দুল কাদের (এডমিন) on বিড করার সময় লিখুন সুন্দর একটি কভার লেটার। ক্লাইন্টের দৃষ্টি আকর্ষণ করান আপনার দিকে। ফ্রীল্যান্স মার্কেটপ্লেসে তাড়াতাড়ি কাজ পেতে সহায়ক কিছু টিপস। চলুন দেখে নিই।
- আব্দুল কাদের (এডমিন) on জানুন আমাদেরকে। আমরা কারা? কি করছি? কেন করছি?
- আব্দুল কাদের (এডমিন) on আমাদের সাথে যোগাযোগ
- আব্দুল কাদের (এডমিন) on Order Now!
Archives
Categories
- Free Bangla Books!
- Free Tutorial
- Google Humming Bird
- Google Updates
- How To Collect
- How To Order Tutorial
- IDM
- IT News
- Live TV In BD!
- Odesk Bangla Tutorial
- Online Earning
- SEO Bangla Tutorial
- SEO Upate Tutorial
- SEO ধারাবাহিক টিউটোরিয়াল
- Uncategorized
- Update Tutorials
- Web Design Bangla Tutorial
- অনলাইনে আয়
- এসইও
- ওডেস্ক
- ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল
- ওয়েব ডিজাইন
- ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল
- ওয়েবসাইট ডিজাইন
- কম্পিউটার স্বাক্ষর বাংলাদেশ গড়ি
- টিউটোরিয়ালের আপডেট ভিডিও সমূহ
- তথ্য
- ধারাবাহিক টিউটোরিয়াল
- ফ্রী ই-বুক
- ফ্রী ইন্টারনেট
- ফ্রীল্যান্সিং
- বাংলাদেশের বাইরে থেকে কিভাবে কিনবেন?
- ব্লগার টিউটোরিয়াল
- ব্লগিং
- স্বাস্থ্য











আবার দেখা হবে সফল হলে ইনশাআল্লাহ্।
এসইও ভিডিও টিউটোরিয়ালে আব্দুুল কাদের ভাইকে অনেক ধন্যবাদ। আপনার কথাগুলো খুব ভালো লেগেছে।
In a few days ago,I bought your SEO dvd from rokomari.com.I think & astonished to see the video lesson.This video is awesome & effective as me, as well as others.From this lesson,I have learnt many things of SEO.Thanks a lot such a great contribution to us.Please one request,I can’t make my website properly.So If you help me to create a unique website I would be grateful to you.Let me know,if have a free time.