Header Ads

গুগল অ্যাডসেন্সে ইউটিউব আর্নিং শো করছে না??? এখুনি সমাধান দেখে নিন!!!

গুগল অ্যাডসেন্সে ইউটিউব আর্নিং শো করছে না??? এখুনি সমাধান দেখে নিন!!!

আমরা সবাই কম বেশী জানি যে গুগল অ্যাডসেন্স কি এবং কিভাবে এই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে খুব সহজেই টাকা উপার্জন করা যায়। বর্তমানে ব্লগ এ অ্যাডসেন্স পেতে অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু ইউটিউব এর মাধ্যমে সহজেই অ্যাডসেন্স পাওয়া যায়। যাই হোক কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ আপনার ইউটিউব আরনিং শো করবেন। এখন সাধারণত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ড্যাশবোর্ড এ  টোটাল আরনিংস টা দেখা যায় না। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ লগ ইন করে পারফরমেন্স রিপোর্ট এ গেলে এইরকম দেখা যায়
adsense
এর জন্য আমরা চিন্তায় পরে যাই যে ঠিক মত আরনিং হচ্ছে কিনা। তবে চিন্তার কোন কারন নাই আপনার আরনিং ঠিক মতই হচ্ছে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এ টোটাল আরনিংস টা  শো করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে । প্রথমত ফিল্টার এ গিয়ে প্রোডাক্ট এ hosted accounts দিতে হয়। hosted accounts দেবার পর Overview এ নতুন একটি আরনিং মেনু অ্যাড হবে। এর পর আপনি আপনার টাইম লিমিট অনুযায়ী আরনিং দেখতে পারবেন। সাধারনত ডিফল্ট ভাবে শেষ ৭ দিন এর টা দেয়া থাকে।  আশা করি সবাই বুজতে পেরেছেন।

No comments

Powered by Blogger.